মোহনগঞ্জে জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা
মোহনগঞ্জে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন শৈলজারঞ্জন সাংস্কৃতিক একাডেমি সম্পর্কে বিরূপ মন্তব্য করায় নেত্রকোনা জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবদুল হান্নান রতনকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সাংস্কৃতিক কর্মীরা। সোমবার সন্ধ্যায় মোহনগঞ্জ শহিদ মিনার চত্বরে সূর্যমুখী থিয়েটার ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যৌথভাবে আয়োজিত প্রতিবাদ সভায় আবদুল হান্নান রতনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এরশাদ উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে ওই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মির্জা আবদুল গণি, কবি রইস মনরম, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সুলতান আহম্মেদ, নারী নেত্রী তাহমিনা ছাত্তার, প্রণয় সরকার লিটু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আনোয়ার হোসেন, কাজল তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান হাসিম উদ্দিন, চৌধুরী আবু হেনা মোস্তফা কামাল সেতু প্রমুখ। প্রতিবাদ সভায় আবদুল হান্নান রতনের বিরুদ্ধে মোহনগঞ্জের বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগও তুলে ধরা হয়। ২০ ফেব্র“য়ারি শনিবার স্থানীয় বিজ্ঞান বাজারে এক সভায় আবদুল হান্নান রতন নির্মাণাধীন শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্রসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিরূপ মন্তব্য করেন। এর প্রতিবাদে রোববার আদর্শনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন এলাকাবাসী।
No comments