স্যার জীবন চন্দ্র সরকারের শেষ বিদায়

 শামীম আহসান ঃ

                  আমরা গভীর ভাবে শোকাহত

আজ সকাল আনুমানিক ৮:০০ঘটিকায় , শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কুলপতাকের সাবেক ইংরেজি শিক্ষক আমাদের সকলের শ্রদ্ধেয় স্যার বাবু জীবন চন্দ্র সরকার , ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরলোকগমন করিয়াছেন। আমরা উনার আত্মার শান্তি কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।



No comments

Theme images by centauria. Powered by Blogger.