দুজন সফল ব্যক্তিত্ব


 দুজন সফল ব্যক্তিত্ব

————————— 



বরেণ্য কৃষিবিদ,মাননীয় কৃষি মন্ত্রী,সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য,বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় ও স্হানীয় মনোনয়ন বোর্ডের সদস্য এবং কৃষিবিদ সমাজের উজ্জ্বল নক্ষত্র বীর মুক্তিযাদ্ধা ড.আব্দুর রাজ্জাক এমপি।


মাঠ প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী পদ জেলা প্রসাশক,বিভাগীয় কমিশনার এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর আস্তা ও স্নেহভাজন হিসাবে ধারাবাহিক পাঁচ বছর কাজ করে যাওয়া জনাব সাজ্জাদুল হাসান।


তাঁরা ইতোমধ্যেই তাঁদের আপন আপন যোগ্যতা দক্ষতা মেধা দিয়ে দেশের জন্য কাজ করে সাধারন জনমানুষের মন জয় করতে সমর্থ হয়েছেন। সাধারণ মানুষের প্রতি তাদের সম্মান‌বোধ, দ্বায়িত্ববোধ এবং আলাপচা‌রিতার মাধুর্য অনুকরণযোগ্য!


তাঁরা দুজনেই খ্যা‌তিমান কৃ‌ষিবিদ হওয়ার সুবাধে কৃষিবিদদের প্রথম‌শ্রেণীর পদমর্যাদা প্রাপ্তি,বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন পদে চাকুরী পেতে কৃষি বিষয় অন্তর্ভুক্তিকরন,উত্তরায় রাজউকের বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সদস্যগনের জন্য প্লট বরাদ্দ সহ বহুমাত্রিক উন্নয়নের অন্যতম পু‌রোধা।


মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র দেওয়া দায়িত্বকে আমানত হিসেবে নিয়ে জাতির ক্লান্তিলগ্নে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের উন্নয়ন ও অগ্রগতির যাত্রা অব্যাহত রাখতে নিরলস ভাবে কাজ করে চলেছেন।


আমি শুভজন্মা কর্মবীর শ্রদ্ধেয় মানবিক মানুষ দুজনের সুস্হতার সাথে দীর্ঘ জীবন কামনা করি এবং তাঁদের বর্নিল জীবনে উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করি।

No comments

Theme images by centauria. Powered by Blogger.