নেত্রকোণা জেলার সর্বসাধারণের নিকট অতি প্রিয় সাজ্জাদুল হাসান মহোদয়
নেত্রকোণা জেলার সর্বসাধারণের নিকট অতি প্রিয় সাজ্জাদুল হাসান মহোদয়।
মোহনগঞ্জ উপজেলার বড়তলী গ্রামের আমজনতার হৃদয়ে ভিন্ন আঙ্গিকে অধিক মাত্রায় প্রোথিত হয়ে থাকবেন আজীবন সর্বসাধারণের কল্যাণার্থে সাজ্জাদুল হাসান মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা জানিয়েছে বড়তলী গ্রামবাসী।দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিনিয়ত উন্নয়নের ছোঁয়ায় দেশ এগিয়ে যাচ্ছে।এই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর স্নেহধন্য,ও আস্থভাজন কর্মবীর জনাব সাজ্জাদুল হাসান স্যারের, ঐকান্তিক প্রচেষ্টায় আজ নেত্রকোনা জেলা তথা ভাঁটি বাংলায় একের পর এক উন্নয়ন সাধিত হয়েছে । তেমনি অসংখ্য উন্নয়নের মধ্যে ,২নংইউনিয়নের, বড়তুলি গ্ৰামে নান্দনিক সৌন্দর্যের একটি মসজিদ নির্মিত হয়েছে ।যাহার উদ্বোধন কাজ সম্পন্ন হল,১৩/১১/২০২০ তারিখ,হাওর পুত্র জনাব সাজ্জাদুল হাসান স্যারের মাধ্যমে।স্যারের এই উন্নয়ন অব্যাহত থাকুক জনম জনম।
আরও ভিডিও পেতে
জয় বাংলা।জয় বঙ্গবন্ধু। মানবতার জয় হোক।
ReplyDelete