"হাওর জনপদের মনিকোঠায় যার স্থান'

আতাউল পার্থ:-
যার কৃতিত্ব সারা বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে। যাকে নিয়ে ভাঁটি বাংলা তথা হাওর জনপদ গর্ববোধ করে এবং স্বপ্ন দেখে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ও দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশায় । মাননীয় প্রধানমন্ত্রীর স্নেহধন্য কর্মবীর জনাব সাজ্জাদুল হাসান স্যারের বিকল্প আর কিছু নেই । আসুন সবাই ঐক্যবদ্ধ হই, এবং ব্যাক্তি স্বার্থ পরিহার করে দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে পথ হাঁটি । সোনার বাংলার দাবীদার আপনি ,আমি এবং আগামী প্রজন্ম।জয় বাংলা মোহনগঞ্জ,মদন,খালিয়াজুরী।


1 comment:

  1. জয় বাংলা।জয় বঙ্গবন্ধু। মানবতার জয় হোক।

    ReplyDelete

Theme images by centauria. Powered by Blogger.