ভাটি বাংলার মাটির সন্তান
ভাটি বাংলার মাটির সন্তান-
আমাদের সাজ্জাদুল হাসান,
মানুষের জন্য কাঁদে যার প্রাণ-
আদর্শনগর হল তাঁর জন্মস্থান।।
ঐ
আমজনতার নয়ন মণি,
উন্নয়নের হলেন খনি-
তাই বলে সবাই মানি।।
ঐ
গরীব, ধনী এক সুরে-
মিলে গ্রামে ও শহরে,
যার গাইছে জয়গান-
সেতো সাজ্জাদুল হাসান।।
ঐ
পথে কিংবা প্রান্তরে-
মসজিদ আর মন্দিরে,
আছে তাঁর অবদান-
আমাদের সাজ্জাদুল হাসান।।
ঐ
নেত্রকোণার কৃতি সন্তান-
সে যে সব জনতার জান,
হল আওয়ামী লীগের প্রাণ-
আমাদের সাজ্জাদুল হাসান।।
ঐ
শেখ হাসিনা স্নেহ করে-
মুজিব কোট দিল তাঁরে,
এবার রাখবে তার মান-
আমাদের সাজ্জাদুল হাসান।।
No comments