Operating System (অপারেটিং সিস্টেম)

> What is the operating system?
=> The software that runs the entire computer system, is called system software or operating system. Without the operating system the computer can not run. Without life, such animals are unstable, computers without the computer's operating system are so stagnant.
-> অপারেটিং সিস্টেম কি?

=> যে সফটওয়্যার দিযে পুরো কম্পিউটার সিস্টেম পরিচালিত হয়, তাকেই সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম বলে। অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার চলতে পারেনা। প্রাণ ছাড়া যেমন প্রাণীর দিহ অচল, কম্পিউটারের অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটারও তেমন অচল।
-> Operating seismet work:
=> The operating system operating on the computer is the following:
-> অপারেটিং সিসেটমের কাজ:
=> কম্পিউটারের ভেতর অপারেটিং সিস্টেম যেসব কাজ করে সেগুলো হচ্ছে:
1. Computer Management:
=> The operating system manages the whole computer system. Computer processor control, control of hard disk work, memory management and complete computer data and data management work.
Example: Managing and controlling hard disk, keyboard, mouse, printer, scanner, processor, RAM and DVD drive.
১. কম্পিউটার পরিচালনা করা:
=> অপারেটিং সিস্টেম সম্পূর্ণ কম্পিউটার সিস্টেমকে পরিচালনা করে। কম্পিউটারের প্রসেসর নিয়ন্ত্রন,হার্ডডিস্কের কাজ নিয়ন্ত্রন,মেমরি ব্যবস্থাপনা এবং সর্বেোপরি কম্পিউটারের তথ্য ও উপাত্ত ব্যবস্থাপনার কাজ করে থাকে।
উদাহরণ: হার্ডডিস্ক, কীবোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার, প্রসেসর, র্যাম ও ডিভিডি ড্রাইভের কাজ পরিচালনা ও নিয়ন্ত্রন করা।

2. Hardware Coordination:
=> The operating system coordinates all the hardware across the computer. This combination is also called hardware-to-hardware communication / communication.
Example: When the pen drive is connected to the computer, it connects with the computer's memory, processor and hard disk, so that we see it as 'Found New Hardware.
২. হার্ডওয়্যার সমূহের সমন্বয় সাধন:
=> অপারেটিং সিস্টেম সম্পূর্ণ কম্পিউটারের সকল হার্ডওয়্যার সমূহের মধ্যে সমন্বয় সাধন করে থাকে। এ সমন্বয়কে হার্ডওয়্যার-টু-হার্ডওয়্যার কমিউনিকেশন /যোগাযোগও বলা হয়।
উদাহরণ: কম্পিউটারে পেনড্রাইভ লাগালে সেটির সাথে কম্পিউটারের মেমরি, প্রসেসর ও হার্ডডিস্কের সাথে সমন্বয় / যোগাযোগ করায়, ফলে আমরা সেটিকে ‘Found New Hardware’ হিসেবে দেখি।
3. Information and Data Management:
=> The operating system works on monitoring, maintaining, controlling, loading and storing information about computer data and data. In some cases they also provide safety.
Example: Setting up a password on the Windows User Account.
৩. তথ্য ও উপাত্ত (Data) ব্যবস্থাপনা:
=> অপারেটিং সিস্টেম কম্পিউটারের তথ্য ও উপাত্ত নিয়ে তাদের পর্যবেক্ষণ, রক্ষণাবেক্ষণ, নিয়ন্ত্রন, লোডিং এবং সংরক্ষণের কাজ করে থাকে। কোনকোন ক্ষেত্রে সেগুলোর নিরাপত্তা বিধানও করে থাকে।
উদাহরণ: Windows এর User Account এ Password এর ব্যবস্থা করা।
4. Data Communication and Networking Management:
=> The operating system provides computer information and data exchange ie communication. It is called networking and. As a result, anyone can access information and data from other computers on their computer.
Examples: Download or upload a song, video, movie or file with the help of the Internet.
৪. Data কমিউনিকেশন ও নেটওয়ার্কিং ব্যবস্থাপনা:
=> অপারেটিং সিস্টেম কম্পিউটারের তথ্য ও উপাত্ত আদান- প্রদান অর্থাৎ কমিউনিকেশনের ব্যবস্থা করে থাকে। একে নেটওয়ার্কিং ও বলা হয়। এর ফলে যে কেউ অন্য কম্পিউটার থেকে তথ্য ও উপাত্ত নিজের কম্পিউটারে এনে ব্যবহার করতে পারে।
উদাহরণ: ইন্টারনেটের সাহায্যে কোন গান, ভিডিও, সিনেমা বা ফাইল Download বা Upload করা।
5. To monitor the application software:
=> The operating system also supervises, manages, debugging / correcting and retrieving or deleting the functions of all the application software on the computer.
Examples: Install or uninstall, run, close, or troubleshoot any Application program on your computer. There are also accessories related to the operating system. Among them, tasks like debugging, troubleshooting, hardware safety and virus suppression are also done.


=> Operating system structure: The operating system on the computer that is composed of the programs are:
৫. অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজ তদারকি করা:
=> অপারেটিং সিস্টেম কম্পিউটারের সকল অ্যাপ্লিকেশন সফটওয়্যার সমূহের কার্যাবলি তদারকি করা, তাদের পরিচালনা করা, Debugging করা / ত্রুটি সংশোধন করা ও তাদের সংরক্ষণ বা ফেলে দেয়ার কাজও করে থাকে।
উদাহরণ: কম্পিউটারে যেকোন Application (Apps) প্রোগ্রাম Install বা Uninstall করা, Run করা, Close করা বা Troubleshooting করা। এছাড়াও আনুষঙ্গিক নানা কাজকর্ম অপারেটিং সিস্টেম করে থাকে। এদের মধ্যে ডিবাগিং, ট্রাবলশুটিং, হার্ডওয়্যারের নিরাপত্তা বিধান এবং ভাইরাস দমন ইত্যাদি কাজও সম্পন্ন করে থাকে।
=> অপারেটিং সিস্টেমের গঠনঃ কম্পিউটারে অপারেটিং সিস্টেম যেসব প্রোগামের মাধ্যমে গঠিত হয়ে থাকে, সেগুলো হচ্ছেঃ
1. Kernel Program: - The core part of the operating system is called a kernel. It is considered as the main part of the operating system. Without this, the operating system can not do any work.
১. কার্নেল প্রোগ্রাম:- অপারেটিং সিস্টেম এর মূল অংশকে কার্নেল বলে। এটি অপারেটিং সিস্টেমের মূল অংশ হিসেবে পরিগণিত। এটি ছাড়া অপারেটিং সিস্টেম কোন কাজ করতে পারেনা।

2. Job Control Program: - Another part of the operating system is the Job Control Program. Through this program, all the computers (eg: Input, Processing, Output) are executed.
২. জব কন্ট্রোল প্রেগ্রাম:- অপারেটিং সিস্টেম এর আরেকটি অংশ হচ্ছে জব কন্ট্রোল প্রোগ্রাম। এ প্রোগ্রামটির মাধ্যমে কম্পিউটারের সব জব (যেমন: ইনটুট নেয়া, প্রসেসিং, আউটপুট) গুলো সম্পাদন করে থাকে।

3. Debugging program: - This is a key part of the operating system. It also debugs all the troubles and problems of other application programs and software on the computer.
For example: When a software is unstable (hang) it helps to close it (on Windows 7 and Windows 8.1). 
৩. ডিবাগিং প্রেগ্রাম:- অপারেটিং সিস্টেম এর এটি একটি মূখ্য অংশ। এটি কম্পিউটারের অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ও সফটওয়্যার সমূহের সব এরর ও সমস্যা ডিবাগিং করে থাকে।
যেমন: কোন সফটওয়্যার আনস্ট্যাবল (হ্যাং) হয়ে গেলে তা বন্ধ করে দিতে সাহায্য করে (উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮.১ এ)। 
4. Maintenance Program: - This is another program of operating system. Its job is to maintain all the work of computer and computer and files and folders kept in memory. It improves their error (virus scan) and their security work.
৪. মেইনটেন্যান্স প্রোগ্রাম:- অপারেটিং সিস্টেম এর এটি আরেকটি প্রোগ্রাম। এটির কাজ হচ্ছে কম্পিউটার ও কম্পিউটারের সব কাজ ও মেমরিতে রাখা ফাইল ও ফোল্ডার সমূহের রক্ষণাবেক্ষণ করা। এটি তাদের তাদের ত্রুটি সংশোধন (ভাইরাস স্ক্যান) ও তাদের নিরাপত্তা প্রদানের কাজ গুলো করে।

5. Management program: - It is another program of operating system. Its job is to manage all the computer and computer work and files and folders in memory. This is in their proper place
Save, carry them (copy, cut paste) and work on using them at the right time.
৫. ম্যানেজমেন্ট প্রোগ্রাম:- অপারেটিং সিস্টেম এর এটি আরেকটি প্রোগ্রাম। এটির কাজ হচ্ছে কম্পিউটার ও কম্পিউটারের সব কাজ ও মেমরিতে রাখা ফাইল ও ফোল্ডার সমূহের ব্যবস্থাপনা করা। এটি তাদের সঠিক জায়গায়
সংরক্ষণ, তাদের বহন (কপি, কাট. পেস্ট) করা ও তাদের সঠিক সময়ে ব্যবহার ও রান করানোর ক্ষেত্রে কাজ করে।
6. Other tasks: - There are also some more operating system operating systems through which
Made of These are;
=> Networking program - works on the Internet and WiFi.
=> Reading Program - Read the files and screen them in the screen.
=> Writing program - works for writing files.
=> Memory program - Save file to memory.

৬. অন্যান্য কাজ:- এছাড়াও অপারেটিং সিস্টেম এর আরো কিছু প্রোগ্রাম আছে যার মাধ্যমে অপারেটিং সিস্টেম
গঠিত। এগুলো হচ্ছে;
=> নেটওয়ার্কিং প্রোগ্রাম - ইন্টারনেট ও ওয়াইফাই এর কাজ করে।
=> রিডিং প্রোগ্রাম - ফাইল সমূহ পড়ে তা স্ক্রিণে তুলে ধরে।
=> রাইটিং প্রোগ্রাম - ফাইল লেখালেখির কাজ করে।
=> মেমরি প্রোগ্রাম -মেমরিতে ফাইল সংরক্ষণের কাজ করে।

No comments

Theme images by centauria. Powered by Blogger.