প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪ এর ৩য় ধাপের পরীক্ষা ২৬ মে

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত তৃতীয় ধাপের পরীক্ষা আগামী ২৬ মে অনুষ্ঠিত হবে। শেষ ধাপে ২৯ জেলায় একযোগে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ লিখিত পরীক্ষা আয়োজিত হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে বেলা সাড়ে ১১টায়। শেষ ধাপের পরীক্ষায় প্রায় সাড়ে চার লাখ প্রার্থীর অংশগ্রহণ করার কথা রয়েছে।


শেষ ধাপে ২৯ জেলায় একসঙ্গে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়োগ বিধিমালা অনুযায়ী পার্বত্য অঞ্চলের বাকি তিন জেলায় কোটাভিত্তিক স্থানীয়ভাবে নিয়োগ দেয়া হবে। শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে যে জেলা গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হলোঃ চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, নওগাঁ, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, খুলনা, ঝিনাইদহ, বরিশাল, সিলেট, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা।
এর আগে প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত দ্বিতীয় ধাপে স্থগিত থাকা ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৪’ আগামী ৪ মে আয়োজনের কথা থাকলেও টানা কয়েকদিন সরকারি ছুটি হওয়ায় তা পরিবর্তন করে ১১ মে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে প্রায় দুই লাখ প্রার্থী অংশগ্রহণ করেন।
জেলাগুলো হচ্ছেঃ চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, মাগুরা, বাগেরহাট, শেরপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, গোপালগঞ্জ, ফরিদপুর, নোয়াখালী, কক্সবাজার, পিরোজপুর, দিনাজপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পটুয়াখালী, ভোলা ও সুনামগঞ্জ।
তার আগে আগে দেশের ১২ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪’ লিখিত পরীক্ষা ২০ এপ্রিল অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় তিন লাখ প্রার্থী অংশগ্রহণ করেন।
১ম পর্যায়ে মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ঝালকাঠি, নারায়ণগঞ্জ, বরগুনা, ফেনী, লক্ষ্মীপুর ও জয়পুরহাট জেলায় একযোগে অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করবেন যেভাবে 
Go to link click link
এ নিয়ে ৩২টি জেলার পরীক্ষা শেষ হলো। পরবর্তী দুই মাসের মধ্যে মৌখিক পরীক্ষা আয়োজন করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য আসনে রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ পরীক্ষার মাধ্যমে ১০ হাজার সহকারী শিক্ষক নেয়া হবে। তার বিপরীতে সারাদেশ থেকে প্রায় ছয় লাখ আবেদন জমা পড়ে। মামলাজনিত কারণে বিগত চার বছর নিয়োগ কার্যক্রম স্থগিত হয়ে পড়ে। চলতি বছরের মার্চে আবারও এ কার্যক্রম শুরু হয়।


ওএমআর শীট পূরণের নির্দেশনাবলী ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইটে Go to link - click link যথাসময়ে পাওয়া যাবে।

No comments

Theme images by centauria. Powered by Blogger.